কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ৪নং বেরুবাড়ী ইউনিয়নটি কৃষি নির্ভরশীল। এখানে ইরি তথা বোরো মৌসুমে সেচের মাধ্যমে প্রচুর পরিমানে কৃষকের ঘরে ধান জমলেও, আমন মৌসুমে প্রায় প্রতি বছরে বন্যার কারনে নিচু জমিতে তেমন ধান লাগাতে পারেনা কোন কোন বার একেবারে কোথাও তেমন আবাদ হয়না, কিন্তু এবারে ক্ষরার কারনে অনেক কৃষক ধানের চারা লাগাতে ব্যর্থ হয়, এবং যেখানে সেচের মাধ্যমে চারা লাগানো হয়েছে, সেখানে আবার সেচ মালীকদের ঘন্টায় ১৫০/২৫০ টাকা চুক্তিতে পানি দিতে রাজি হলেও বিদ্যুতের ভোল্টেজের কারনে অনেক সেচ পুড়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস