Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্তা

৪ নং বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ, কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলায় ৪ নং বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ হিসাবে পরিচিত । বেরুবাড়ী ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার কেরামতিয়া বহু মুখী উচ্চ বিদ্যালয় রোডের পূর্বে প্রায় ৫ কিঃমিঃ দূরে অবস্হিত । বেরুবাড়ী ইউনিয়নের পশ্চিমে নাগেশ্বরী পৌরসভা,  উত্তর- পশ্চিমে বামনডাঙ্গা, পুর্বে কালীগঞ্জ । কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা বাসষ্ট্যান্ট হইতে সোজা পূর্বদিকে বেরুবাড়ী বাজার সংলগ্ন এই ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে । কতনা সুন্দর ইউনিয়ন পরিষদ ভবনটি দাড়িয়ে আছে ।

নাগেশ্বরী উপজেলা সদর থেকে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা- 

০১) উপজেলা সদর থেকে রিক্সা, অটোরিক্সা ও টেম্পু যোগে -১০/-(দশ) টাকা।

০২) বেরুবাড়ী বাজার থেকে খেলারভিটা- খামারনকুলা অটোরিক্সা যোগে ২৫(পচিশ) টাকা।

০৩) বেরুবাড়ী বাজার থেকে শালমারা ওয়াপদা বাজার অটোরিক্সা যোগে ২০/৩০ টাকা।

০৪) বেরুবাড়ী বাজার হতে চরবেরুবাড়ী অটোরিক্সা যোগে ১৫/২০ টাকা।