আগামী কাল ১২/০৩/২০১৫ইং বিদেশ গমনেচ্ছুক নারীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে আপনার পার্শবর্তী ইউডিসি/ পিডিসি/ সিডিসি- তে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে পার্শবর্তী ইউনিয়ন/ পৌরসভা/ সিটি কর্পোরেশন/ জেলা/ উপজেলা ডিজিটাল সেন্টার-এ যোগাযোগ করতে পারবেন। নিজে নিবন্ধন করুন এবং অপরকে নিবন্ধনের জন্য বুঝিয়ে বলুন। এতে উপকৃত হবে জাতী এবং দেশে বৈদিশক মুদ্রা অর্জিত হবে দেশের কল্যানে।
দেশকে কিছু দিতে পারি নাই সুযোগকে কাজে লাগিয়ে নিজে সাবলম্বি হই এবং দেশের নুন্যতম মুদ্রার্জিত করার সুযোগ করে দেই।
# আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে।
# প্রার্থীদের বয়স সীমা ২৫- ৪৫ বছর হতে হবে।
# হাউজ কিপার, কেয়ার গিভার, বেবী সিটার, মালী, গার্ড, ক্লিনার, ড্রাইভার, কুক পেশায় আবেদন করা যাবে। তবে কেয়ারগিভার, ড্রাইভার ও বেবী সিটারপদে আগ্রহী প্রার্থীদের অবশ্যই এস.এস.সি পাশ হতে হবে।
এই নিবন্ধন আমাদের রংপুর বিভাগেে আগামী ১২ মার্চ/২০১৫ইং থেকে আগামী ১৬ মার্চ/২০১৫ইং পর্যন্ত প্রতিদিন সকাল ০৯:০০টা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে নিবন্ধন কার্যক্রম চলবে।
যে কোন তথ্যের জন্য নিম্ন বর্ণিত টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো- ৮৩২৩০০৪, ৮৩২২৯৪৬, ৮৩১৯৩২২, ৮৩১৭৫১১ নম্বরে সকাল ০৯:০০ থেকে ০৫:০০ ঘটিকা পর্যন্ত আপনার অজানা কিছু তথ্যে জেনে নিতে পারবেন।
তাছাড়া আপনার পাশে সর্বদা তথ্য প্রদানের জন্য প্রস্তুত হয়ে আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের কল সেন্টার যার নম্বর- ০৯৬১২০১৬৩৪৫ যা আপনার না জানা কথা গুলো জানিয়ে দেয়ার জন্য কান পেতে থাকবে।
জানিয়ে দিন দেশের সকল স্তরের পুরুষ/ কর্ম অন্বেষনে কর্ম খালী মহিলাদের।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস